উত্তরঃ কোন কিছুকেই আল্লাহ বাতিল সৃষ্টি করেননি (আলে ইমরান ৩/১৯১)।
সমস্ত প্রাণীকেই আল্লাহ তাসবীহ পাঠ করার জন্য সৃষ্টি করেছেন এবং সব
প্রাণীর মধ্যেই মানুষের জন্য উপদেশ রয়েছে। আসমান-যমীনে এবং তার মধ্যে যা
কিছু আছে সবই আল্লাহর তাসবীহ পাঠ করে (ইসরা ৪৪)। আল্লাহ তা‘আলা বলেন, আমি সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ কর (যারিয়াত ৪৯)। সবই মানুষের সেবার জন্য অনুগত করে সৃষ্টি করা হয়েছে (লোকমান ২০)।