উত্তর : উক্ত
মসজিদেই ছালাত আদায় করবে। খুব অল্প হ’লে উক্ত কাতারেই ছালাত আদায় করবে। আর
একটু বেশী হ’লে কাতার করার সময় যত ডিগ্রী বাঁকা হয়েছে বলে মনে হয় তত
ডিগ্রী এঙ্গেলে কাতার হয়ে জামা‘আত শুরু করবে। ইনশাআল্লাহ নিয়তের বিশুদ্ধতার
কারণে এতে ছালাতের কোন ক্ষতি হবে না (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২২/২১৬; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৩১৩)।