উত্তর :
ছালাত ব্যতীত অন্য যে কোন সময়ে নবী (ছাঃ)-এর নাম নিজে পড়লে অথবা অন্য কারো
কাছে শুনলে অবশ্যই সংক্ষিপ্ত দুরূদ ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পাঠ
করতে হবে। রাসূল (ছাঃ) নিজের উপর দরূদে ইবরাহীমী পাঠ করতেন এবং তা
ছাহাবীগণকে শিখিয়ে দিয়েছেন (মুসলিম, মিশকাত হা/৯১০)।