উত্তরঃ
রাসূলের প্রতিটি সুন্নাতই আমলযোগ্য। তাতে নেকী আছে। অবজ্ঞা করলে গোনাহ
হবে। এতে সুন্নাতে মুওয়াক্কাদা বা গায়ের মুওয়াক্কাদা কোন প্রভেদ নেই।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, (একাগ্রতা ও সুন্নাত অনুযায়ী যথাযথভাবে না হওয়ার
কারণে) ... খুব নগণ্য সংখ্যক লোকই মিলবে যাদের ফরয ইবাদতগুলো শতভাগ কবুল
হয়। যেমন কারু কবুল হবে দশমাংশ, কারু তার কম ইত্যাদি... (ছহীহ্ আবুদাঊদ হা/৭৯৬)। তাই অন্য হাদীছে এসেছে, ক্বিয়ামতের দিন ফরয ইবাদতের এই ঘাটতিগুলো তার সুন্নাত-নফল আমল সমূহের দ্বারা পূর্ণ করা হবে (ছহীহ্ তিরমিযী হা/৪১৩; ছহীহ্ আবুদঊদ হা/৮৬৪; মিশকাত হা/১৩৩০)। অতএব সুন্নাত ত্যাগ করলে গুনাহ্ না হলেও এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব অত্যধিক। সুতরাং সুন্নাতকে উপেক্ষা করা যাবে না।