উত্তর :
নাপাক অবস্থা দু’প্রকারের (ক) পেশাব-পায়খানা করার কারণে নাপাক হওয়া (খ)
স্ত্রী সহবাসে বা অন্য কোন উপায়ে বীর্যপাত হওয়ার কারণে নাপাক হওয়া। প্রথম ও
দ্বিতীয় উভয় অবস্থায় কুরআন মাজীদ স্পর্শ ছাড়া পড়া যায় (তিরমিযী ১/১৪৬; আহমাদ হা/৬৩৯, ৮৭২; বুখারী, মিশকাত হা/৪৫১)। দ্বিতীয় অবস্থায় কুরআন মাজীদ স্পর্শ করা হারাম (মুওয়াত্ত্বা মালেক, দারাকুৎনী, মিশকাত হা/৪৬৫, সনদ ছহীহ)। কম্পিউটার, মোবাইল, ভিডিও চিত্রের মাধ্যমে কুরআন পড়াতে কোন অসুবিধা নেই। কেননা এগুলি সরাসরি কিতাবুল্লাহ নয়, যা স্পর্শযোগ্য।