উত্তরঃ আল্লাহ তা‘আলা বলেছেন, ‘অবশ্যই আমার নেককার বান্দারাই যমীনের অধিকারী হবে’ (আম্বিয়া ১০৫)।
অন্যত্র তিনি বলেন, ‘তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের
সাথে আল্লাহ্ তা‘আলা ওয়াদা করেছেন যে, তিনি যমীনে তাদেরকে খেলাফত দান
করবেন (নূর ৫৫)। অতএব তারা হবে, নেককার, প্রকৃত মুমিন
এবং আল্লাহ ও তাঁর রাসূলের নির্ভেজাল আনুগত্যকারী। তাহলেই আল্লাহ্ তা‘আলা
তাদেরকে নেতৃত্ব দান করবেন। কিন্তু আজকে অধিকাংশ মুসলিম সঠিক ইসলাম থেকে
বিচ্যুত। তারা যখন আবার বিশুদ্ধ ইসলামের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে
পারবে, ছহীহ সুন্নাহর উপর চলতে পারবে এবং তাকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ
প্রচেষ্টা চালাবে, তখনই আল্লাহ তাদের নেতৃত্বের অধিকারী বানাবেন
ইনশাআল্লাহ।