উত্তরঃ
যে কোন ছালাতের জন্য ওযূ করার পর ওযূ নষ্ট না হওয়া পর্যন্ত অন্য ছালাত
আদায় করা যাবে। আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) প্রত্যেক ছালাতের জন্য
ওযূ করতেন। আমাদের কারো ওযূ নষ্ট না হওয়া পর্যন্ত একই ওযূতে বার বার ছালাত
আদায় করতেন (দারেমী, মিশকাত হা/৪২৫)। ওযূ ভঙ্গ না হ’লে ছালাত আদায়ের জন্য
পুনরায় ওযূ করা আবশ্যিক নয় (আবুদাঊদ হা/১৭১; আহমাদ মিশকাত হা/৪২৬, সনদ
ছহীহ)।