উত্তর :
উক্ত ওয়াসওয়াসার জন্য আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না। আবু হুরায়রা (রাঃ)
বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আমার উম্মতের অন্তরে যে খটকার উদয় হয়
আল্লাহ তা‘আলা তা মাফ করে দিবেন- যতক্ষণ পর্যন্ত না তারা তা কাজে পরিণত করে
অথবা মুখে প্রকাশ করে (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৬৩)। এমন অবস্থা সৃষ্টি হলে আল্লাহর নিকট পানাহ চাইতে হবে এবং এরূপ চিন্তা থেকে বিরত থাকতে হবে’ (বুখারী হা/৩২৭৬; মিশকাত হা/৬৫)।