উত্তরঃ
একটু থেমে উঠতে হবে। একে ‘জালসায়ে ইস্তিরাহাত’ বলা হয়। মালিক ইবনে
হুওয়াইরিছ (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (ছাঃ)-কে ছালাত আদায় করতে দেখেছেন
যে, নবী করীম (ছাঃ) তাঁর ছালাতের প্রথম রাক‘আত কিংবা তৃতীয় রাক‘আত হ’তে
উঠার সময় কিছুক্ষণ না বসে উঠতেন না (বুখারী, মিশকাত হা/৭৯৬)। হাঁটুর উপর ভর
দিয়ে তীরের মত এক টানে উঠে যাওয়ার হাদীছ জাল (সিলসিলা যঈফাহ হা/৫৬২)।