উত্তর : এজেন্ট আউটলেট ব্যাংকেরই শাখা। সুতরাং এই শাখার কার্যক্রম ব্যাংককে সংযোগিতা করার মাধ্যম। আর আল্লাহ বলেন, ‘তোমরা সৎকর্ম ও আল্লাহভীতির কাজে পরস্পরকে সহযোগিতা কর এবং পাপ ও সীমালংঘনের কাজে নয়’ (মায়েদাহ ৫/০২)। এক্ষণে ইসলামী ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, তা শতভাগ সূদ মুক্ত নয়। তারা বিনিয়োগের ক্ষেত্রে শারঈ পরিভাষাগুলো ব্যবহার করলেও বাস্তবে সেগুলোর যথাযথ প্রয়োগ নেই, যা নিশ্চিতভাবে সন্দেহযুক্ত। অন্যদিকে ব্যাংকিং ব্যবস্থার লক্ষ্যই মূলতঃ সূদকে প্রাতিষ্ঠানিকতা প্রদান করা। সুতরাং যে কোন প্রকার ব্যাংকিং কার্যক্রম থেকে দূরে থাকা কর্তব্য। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখে, সে তার দ্বীন ও সম্মানকে নিরাপদ রাখে (মুসলিম হা/১৫৯৯)।
প্রশ্নকারী : রানা আহমাদ, টাঙ্গাইল।