উত্তর : কষ্ট অনুপাতে রাতে ভাড়া বেশী নেওয়া যায়। তবে কারো প্রতি যুলুম করা, কারো বিপদের সুযোগ গ্রহণ করা বা অতিরিক্ত ভাড়া প্রদানে বাধ্য করা জায়েয নয়। বরং সমঝোতার ভিত্তিতে ভাড়া নির্ধারিত হবে। আল্লাহ তা‘আলা বলেন, হে বিশ্বাসীগণ! তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না পারস্পরিক সম্মতিতে ব্যবসা ব্যতীত (নিসা ৪/২৯)। উল্লেখ্য যে, কিছু অসাধু রিক্রা্চালক বা অটোচালক অসময়ে মানুষকে বাধ্য করে অতিরিক্ত ভাড়া আদায় করে এবং মানুষকে বিপদে ফেলে দেয় যা বৈধ নয়। রাসূল (ছাঃ) বলেন, ‘যুলুম থেকে সাবধান হও; কারণ ক্বিয়ামতের দিনে যুলুম অন্ধকারের মতো হবে’ (বুখারী হা/২৪৪৭; মিশকাত হা/৫১২৩)।
প্রশ্নকারী : সজীব বিন কামাল, কুমিল্লা।