উত্তর : পাঁচ ওয়াক্ত ছালাতেই প্রথম রাক‘আতে কিরা‘আত তুলনামূলক লম্বা করা মুস্তাহাব (মির‘আতুল মাফাতীহ ৩/১৩৩)। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) ইমামতিকালে পাঁচ ওয়াক্ত ছালাতেই এ আমল করতেন। আবূ ক্বাতাদা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) যোহরের ছালাতের প্রথম দুই রাক‘আতে সূরা ফাতেহা ও আরও দু’টি সূরা তেলাওয়াত করতেন। তিনি প্রথম রাক‘আত দীর্ঘ করতেন এবং দ্বিতীয়টি সংক্ষেপ করতেন এবং মাঝে মাঝে ছাহাবীগণ তাঁর কাছ থেকে কিছু আয়াত শুনতে পেতেন। তিনি আছর ছালাতেও সূরা ফাতেহা ও দু’টি সূরা পড়তেন এবং প্রথম রাক‘আতে দীর্ঘ ক্বিরাআত করতেন। আর ফজরের ছালাতের প্রথম রাক‘আতেও তিনি দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক‘আত সংক্ষিপ্ত করতেন (বুখারী হা/৭৫৯)। তবে এটা না করলে ছালাতের কোন ক্ষতি হবে না।
প্রশ্নকারী : হেলালুদ্দীন, পুঠিয়া, রাজশাহী।