উত্তর : ছালাতের ভিতর কোন ওয়াজিব ছুটে গেলে শেষ বৈঠকে সালামের পূর্বে সহো সিজদা দিলেই যথেষ্ট হবে (মুসলিম হা/৫৭২)। তবে কেউ সহো সিজদা দিতে ভুলে গেলে এবং সালাম ফিরানোর পর মনে হ’লে তখনই বসে সহো সিজদা দিয়ে সালাম ফিরাবে। আর ওয়াক্তের মধ্যে মনে না পড়লে কিছুই করতে হবে না। বরং আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/৫০; আশ-শারহুল মুমতে‘ ৩/৩৩৩-৩৪)।
প্রশ্নকারী : শহীদুযযামান, ঢাকা।