উত্তর : গায়েব বা অদৃশ্যের প্রতি বিশ্বাস করা ফরয। মুত্তাক্বীদের জন্য ছয়টি বিশ্বাস রাখা আবশ্যক। যেমন আল্লাহ বলেন, ‘যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে ও ছালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে’ (৩)। ‘যারা বিশ্বাস স্থাপন করে ঐসব বিষয়ে, যা তোমার প্রতি নাযিল হয়েছে এবং যা তোমার পূর্ববর্তীগণের প্রতি নাযিল হয়েছিল। আর যারা আখেরাতে নিশ্চিত বিশ্বাস পোষণ করে’ (বাক্বারাহ ২/৩-৪)। মূলত কুরআন-সুন্নাহর বিধান সমূহ অহিয়ে এলাহীর উপর নির্ভরশীল। আর অহি অদৃশ্য বস্ত্ত, যার উপর বিশ্বাস ব্যতীত কেউ মুসলমান হ’তে পারে না। অতএব গায়েবের উপর বিশ্বাসই ইসলামের মূল।
প্রশ্নকারী : ইমাম হোসাইন, রূপগঞ্জ, ঢাকা।