উত্তর : গরম পানি আগুন নয়। এটি আগুনের মতো হুবহু শাস্তির মাধ্যমও নয়। বরং এটি একটি তরল উপাদান, যা সাধারণত পরিচ্ছন্নতা, জীবাণু ধ্বংস বা কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। গরম পানি বা কীটনাশক দিয়ে পোকা মারলে আগুনে পোড়ানো বলা হয় না। বরং এটি পোকামাকড় ধ্বংস করার একটি প্রচলিত ও বৈধ উপায়। তাছাড়া দাঊদ (আঃ) একটি বৃক্ষের নীচে শুয়ে ছিলেন। একটি পিপীলিকায় তাকে কামড় দিলে তিনি গোটা পিপড়ার বাসাকে আগুন দিয়ে পুড়িয়ে দেন (বুখারী হা/৩০১৯; মিশকাত হা/৪১২২)।
প্রশ্নকারী : রাফী, পঞ্চগড়।