উত্তর : ওযূ সহ পায়ে মোযা পরা থাকলে নতুনভাবে ওযূর সময়ে মোযার উপরিভাগে দুই হাতের ভিজা আংগুল পায়ের পাতা হ’তে টাখ্নু পর্যন্ত টেনে এনে একবার মাসাহ করবে (আবুদাঊদ, মিশকাত হা/৫২২, ৫২৫, মুসলিম, মিশকাত হা/৫১৮)। মুক্বীম অবস্থায় একদিন একরাত ও মুসাফির অবস্থায় তিনদিন তিনরাত একটানা মোযার উপরে মাসাহ করা চলবে, যতক্ষণ না গোসল ফরয হয় (অথবা খুলে ফেলা হয়) (মুসলিম হা/২৭৬; তিরমিযী, মিশকাত হা/৫১৭, ৫২০; দ্রঃ ছালাতুর রাসূল ৬২-৬৩ পৃঃ)।