উত্তর : স্বামীর অসম্মতিতে স্ত্রী বা তার পরিবার সংসার বিচ্ছিন্ন করতে চাইলে মোহরানা ফেরত দিয়ে খোলা‘ তথা বিচ্ছিন্ন হয়ে যাবে। খোলা‘ তথা বিবাহ বিচ্ছেদ যা নারীর পক্ষ থেকে হয় স্বামী থেকে প্রাপ্ত মোহর বা মোহরের অংশবিশেষ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। সেজন্য এখানে রাজ‘আতের কোন ব্যবস্থা নেই (ইবনু কুদামাহ, মুগনী ৮/১৮১; শাওকানী, নায়লুল আওত্বার ৬/২৯৫; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/৪৬৭-৭০)। এক্ষণে স্ত্রীর পরিবারের উচিৎ মোহরানা দাবী না করে বরং পারিবারিকভাবে সমাধান করে নেওয়া এবং উভয়ের পথ উন্মুক্ত করে দেওয়া।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।