উত্তরঃ
প্রয়োজনমত সাধারণভাবে স্টেজ করা যাবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, কোন
সম্প্রদায় যখন কোন স্থানে বসে দ্বীনী আলোচনা করে তখন ফেরেশতা তাদের ঢেকে
নেয়, রহমত তাদের ঘিরে ধরে এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি
অবতীর্ণ হয় (মুসলিম, মিশকাত হা/২০৪)। অতএব শান্তিপূর্ণভাবে মানুষের বসার
জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য প্যান্ডেল ও স্টেজ করা যাবে। যেমন
রাসূলুল্লাহ (ছাঃ) মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিতেন। আবার হজ্জের সময় উঁচু টিলায়
উঠে নিজের গাধার পিঠে বসে ভাষণ দিয়েছেন। তবে বাড়াবাড়ি কিছু করা যাবে না।