
উত্তর : জোর করে খোলা‘ তালাকে স্বাক্ষর করিয়ে নিয়ে থাকলে বিবাহ বিচ্ছিন্ন হবে না। বরং উক্ত স্ত্রীর সাথে সংসার অব্যাহত রাখবে। ইবনু কুদামাহ বলেন, যে ব্যক্তিকে তালাক দেয়ার জন্য অন্যায়ভাবে যবরদস্তি করা হয়েছে; সে ব্যক্তি যদি এ যবরদস্তি থেকে বাঁচার জন্য তালাক দেয়, তাহ’লে সে তালাক সংঘটিত হবে না (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ৫/৪৮৯-৪৯০; ফাতাওয়া লাজনা দায়েমাহ ২০/৪২-৪৩)।
প্রশ্নকারী : আসাদুল্লাহ, জামালপুর।