
উত্তর : দুই বা ততোধিক মুছল্লীকে সাথে নিয়ে নারী ইমামতি করলে সে কাতারের মাঝখানে দাঁড়াবে। আর একজন মুছল্লী সাথে নিয়ে জামা‘আত করলে সে বামে এবং মুছল্লী ডানে দাঁড়িয়ে ছালাত আদায় করবে। কারণ আয়েশা ও উম্মে সালামা নারীদের ছালাতে ইমামতি করার সময় কাতারে মাঝেই দাঁড়িয়ে ইমামতি করতেন (নববী, আল মাজমূ‘ ৪/১৯২; ছালাতুর রাসূল (ছাঃ) ‘মহিলাদের ছালাত ও ইমামত’ অনুচ্ছেদ)।
প্রশ্নকারী : তহূরা, পাবনা।