
উত্তর : কা‘বার ছবি বা কুরআনের আয়াত ঘরের ভিতর টাঙিয়ে রাখা সমীচীন নয়। এতে বরং সম্মানিত বস্ত্তর প্রতি অসম্মান হ’তে পারে। এজন্য বিদ্বানগণ দেওয়ালে কুরআনের আয়াত বা কা‘বার ছবি টাঙানোকে মাকরূহ মনে করতেন (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৪/৪৬-৪৯,৫৮)। অতএব ঘরে এসব জিনিস টাঙানো থেকে বিরত থাকবে। তবে মুখস্থ করার নিয়তে দো‘আ বা কুরআনের আয়াত সমূহ অনুবাদসহ টাঙিয়ে রাখা যায়।
প্রশ্নকারী : মুস্তাফীযুর রহমান, ঢাকা।