উত্তর : আদব শিক্ষার জন্য এমন নিয়ম করা প্রশংসনীয় কাজ। কারণ কুরআন তেলাওয়াত করাতে শিক্ষার্থীরা এক সময়ে কুরআন পাঠে অভ্যস্ত হয়ে পড়বে এবং ছালাতের রাক‘আত ছুটে যাওয়া থেকেও বিরত থাকবে। আর এজন্য সাত বছরের শিশুদের ছালাত আদায়ের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। দশ বছরে অভ্যস্ত না হ’লে তাকে শারীরিক শাস্তি দিতে বলা হয়েছে। যদিও ছালাত কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পড়তে হয় (ইবনুল ক্বাইয়িম, তুহফাতুল মাওদূদ ১/২২৪; ওছায়মীন, আল লিকাউশ শাহরী ৪/১১)।
প্রশ্নকারী : মীযানুর রহমান, মুজিবনগর, চুয়াডাঙ্গা।