
উত্তর : তওবার পাশপাশি কাফফারা আদায় করতে হবে। একাধিকবার কসম ভঙ্গের জন্য অনুতপ্ত হয়ে একবার কাফফারা আদায় করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৪/১৪৫)। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি কোন বিষয়ে কসম করে, পরে অন্যটিকে তা থেকে উত্তম মনে করে, সে যেন তা করে এবং নিজের কসমের কাফফারা দেয় (মুসলিম হা/১৬৫০, মিশকাত হা/৩৪১৩)। আর কসম ভঙ্গের কাফফারা হ’ল দশজন মিসকীনকে মধ্যম মানের খাদ্য খাওয়ানো অথবা বস্ত্র দান করা অথবা একটি দাস মুক্ত করা। এতে অসমর্থ হ’লে তিন দিন ছিয়াম পালন করা (মায়েদাহ ৫/৮৯)।
প্রশ্নকারী : ইমন মোল্লা, বগুড়া।