২৩শে নভেম্বর শনিবার চাঁদপুর দাখিল মাদ্রাসা ময়দান, রূপসা, খুলনা : অদ্য বাদ আছর থেকে রাত সাড়ে ১০-টা পর্যন্ত যেলার রূপসা উপযেলাধীন চাঁদপুর দাখিল মাদ্রাসা ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ খুলনা যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি সূরা নাহলের ৯৭ আয়াত পাঠ করে বলেন, সৎকর্ম মানুষকে পবিত্র জীবন দান করে। মানব জীবনে সৎকর্ম ও অসৎকর্ম উভয়ের প্রভাবই লক্ষণীয়। তিনি বলেন, সৎকর্ম কবুলের পূর্বশর্ত হ’ল ঈমান। কাফের দুনিয়াতে কোন ভালো কাজ করলে মানুষের প্রশংসা পাবে কিন্তু আখেরাতে কোন প্রতিদান পাবে না। তাই ঈমানের সাথে সৎকর্ম সম্পাদন করুন!

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, যেলার সাধারণ সম্পাদক ও ‘সোনামণি’র কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান, কেন্দ্রীয় সহ-পরিচালক মুফীযুল ইসলাম, আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শো‘আয়েব, তেরখাদা উপযেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফীরোয, বাগেরহাট যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আববাসুদ্দীন ইলিয়াস, সাতক্ষীরা যেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান, বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা ইব্রাহীম কাওছার সালাফী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খলীলুল্লাহ। এছাড়াও পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।

আল-‘আওন : অত্র সম্মেলনে যেলা আল-‘আওনের পক্ষ থেকে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে ২৩ জনের ব্লাড গ্রুপিং ও ৪৫ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত হন।







সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
কর্মী ও কাউন্সিল সদস্য সম্মেলন :
মৃত্যু সংবাদ (তোফাযযল হোসাইন)
নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকায় সপ্তাহব্যাপী সফরে আমীরে জামা‘আত
রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ
ছিরাতে মুস্তাক্বীমের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠনের তিনজন দায়িত্বশীলের পিএইচ.ডি. ডিগ্রি লাভ
সুশৃঙ্খল ও জামা‘আতবদ্ধভাবে আল্লাহর পথে কাজ করুন! (যেলা সম্মেলন : খুলনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ধৈর্যের সাথে দাওয়াতী ময়দানে অবিচল থাকুন! (যেলা সম্মেলন : নারায়ণগঞ্জ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন কমিটি গঠন (পতেঙ্গা, চট্টগ্রাম)
মাসিক ইজতেমা
আরও
আরও
.