উত্তর : মাইয়েতকে দাফন করার দায়িত্ব পুরুষদের। যদিও নারীরা জানাযায় অংশ গ্রহণ করতে পারে। সেজন্য নারী হোক বা পুরুষ হোক কারো জন্য দূরে কোন পাত্রে মাটি দিয়ে সে মাটি কবরে দেয়া জায়েয নয়। বরং যাদের সামর্থ্য আছে তারা কবরে মাইয়েতের মাথার দিক থেকে তিন অঞ্জলী মাটি ‘বিসমিল্লাহ’ বলে কবরের উপরে ছড়িয়ে দিবে (ইবনু কুদামাহ, মুগনী ২/৩৭২; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৫/১৯৯)।
প্রশ্নকারী : সাদিয়া আফরীন, তালা, সাতক্ষীরা।