উত্তর : এটা
শরী‘আতসম্মত নয়। স্ত্রী তার স্বামীর বাড়ীতেই থাকবে এবং স্বামী
স্ত্রী-সন্তানের ভরণ-পোষণ করার ব্যাপারে দায়িত্বশীল। এ দায়িত্ব পালনে
ব্যর্থ হলে স্বামীকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। রাসূল (ছাঃ)
স্বামীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যা খাও এবং পরিধান কর, তাদেরকে তা খাওয়াও
এবং পরিধান করাও। তাদেরকে প্রহার করো না এবং তাদের সাথে খারাপ ব্যবহার করো
না’ (আবুদাঊদ হা/২১৪৪)। অন্যত্র রাসূল (ছাঃ) পরিবারের জন্য কৃত ব্যয়কে সর্বোত্তম ব্যয় হিসাবে আখ্যায়িত করেছেন (মুসলিম হা/৯৯৪, মিশকাত হা/১৯৩২)। অতএব স্ত্রীকে জোরপূর্বক শ্বশুরবাড়ীতে বা অন্যত্র ফেলে রাখা কঠিন গোনাহের কাজ। এ থেকে এখুনি তওবা করা কর্তব্য।