উত্তর : সর্বদা চক্ষু অবনমিত রাখার চেষ্টা করবে। আল্লাহ বলেন, তুমি মুমিন পুরুষদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। এটা তাদের জন্য পবিত্রতর (নূর ২৪/৩০)। তবে অনিচ্ছাকৃতভাবে কোন নারীর প্রতি দৃষ্টি পড়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নিবে। তাহ’লে কোন গুনাহ হবে না। জারীর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে হঠাৎ কোন নারীর প্রতি দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমার চোখ ফিরিয়ে নিবে (মুসলিম হা/২১৫৯; মিশকাত হা/৩১০৪)। রাসূলুল্লাহ (ছাঃ) হযরত আলী (রাঃ)-কে বলেন, ‘হে আলী! তুমি দৃষ্টির উপর দৃষ্টি ফেলো না। হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার জন্য ক্ষমা। কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য বৈধ নয়’ (তিরমিযী, প্রভৃতি মিশকাত হা/৩১১০, সনদ ছহীহ)। এরপর নিজের আর্থিক সামর্থ্য হ’লে আলাদা বাসস্থানের ব্যবস্থা করবে, যাতে ভাবীরা বারবার দৃষ্টির সামনে না পড়ে।
প্রশ্নকারী : সিফান শেখ, নড়াইল।