উত্তর : (১) উক্ত দলের নীতি সমূহ স্বপ্নে পাওয়া (মাওলানা মুহাম্মাদ মানযূর নু‘মানী, মালফূযাতে হযরত মাওলানা মুহাম্মাদ ইলিয়াস, পৃঃ ৫১, ৫০ নং বয়ান)।
(২) আক্বীদা হল- মুর্জিয়া, অদ্বৈতবাদী ও সর্বেশ্বরবাদী। তারা বলেন, রাসূল
(ছাঃ) নূরের তৈরি, তিনি কবরে জীবিত আছেন এবং মানুষের আবেদন পূরণ করে থাকেন
(৩) দাওয়াতের মাধ্যম হ’ল মিথ্যা কাহিনী এবং যঈফ ও জাল হাদীছ সমূহ (৪) রাসূল
(ছাঃ)-এর তরীকায় তারা ছালাত আদায় করে না, যদিও তারা মসজিদে অবস্থান করে
(৫) রাসূল (ছাঃ)-এর তরীকায় দাওয়াত না দিয়ে ‘চিল্লা’ নামক বিদ‘আতী তরীকায়
তারা দাওয়াত দেয় ইত্যাদি (বিস্তারিত দ্রষ্টব্য : হাদীছের প্রামাণিকতা ২য় সংস্করণ পৃঃ ৫৬-৭৬)।