উত্তর : তালাকের নিয়ত সহকারে যদি স্বামী এসব কথা বলে এবং সে কারণে স্ত্রী চলে যায় অথবা স্বামীর কথায় সাড়া দিয়ে তালাকে সম্মতি দেয়, তবে এক তালাক হয়ে যাবে। এভাবে স্বামীর কথা বলার অর্থ স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দেওয়া। এ অবস্থায় স্ত্রী তালাক গ্রহণ করলে তালাক হয়ে যাবে এবং স্ত্রী তালাক গ্রহণ না করলে তালাক হবে না (মুগনী ৭/৪০৩; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১৩/৮৭)।
প্রশ্নকারী : দীদারুল আনওয়ার, ঢাকা।