উত্তর : যেকোন বৈধ কাজ সৎমানুষ দ্বারা উদ্বোধন করানো যাবে। মসজিদের ইমাম ইটের ভাটা আগুন প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করলে তাতে দোষ নেই। কেননা আগুন দিয়েই ইট পোড়ানো হয়। উল্লেখ্য যে, মাটি পুড়িয়ে ইট তৈরী করার ব্যাপারে কোন কোন এলাকায় কুসংস্কার রয়েছে। মূলত আগুনে মাটি পোড়ানো এবং ইট বানিয়ে নির্মাণ কাজ করা দুনিয়াবী প্রয়োজনের অন্তর্ভুক্ত। আর পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তা‘আলা মানুষের ব্যবহার ও কল্যাণের জন্য সৃষ্টি করেছেন (বাক্বারাহ ২/২৯; হজ্জ ২২/৬৫)। এছাড়া শরী‘আতে মূলত মাটি, গাছ ইত্যাদি কোন জড় বস্ত্তকে পোড়াতে নিষেধ করা হয়নি (বুখারী হা/২৩২৬; মুসলিম হা/১৭৪৬)।
প্রশ্নকারী : মুহাম্মাদ আব্দুল জলীল, আত্রাই, নওগাঁ।