উত্তর : তোমাকে আমি ছেড়ে দিব, রাখব না, তুমি চলে যাও ইত্যাদি বাক্যগুলোর মধ্যে ‘তুমি চলে যাও’ বাক্যটি তালাকের নিয়তে বললে এক তালাক হয়ে যাবে। আর তিন তোহরে তিন মাসে এমন কথা তিনবার বলে থাকলে তিন তালাক হয়ে যাবে। কারণ এটি কেনায়া বা ইঙ্গিতবহ তালাক। আর কেনায়া তালাক নিয়তের সাথে উচ্চারণ করলে তা পতিত হয়ে যায় (খলীল, আত-তাজ ওয়াল ইকলীল ৫/৩২৯; বাদায়েঊছ ছানায়ে‘ ৩/১০৫; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১৩/৭৩)। অতএব তিন তোহরে তিন তালাক ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকলে স্ত্রী তিন তালাক বায়েন হয়ে গিয়েছে। তার কাছ থেকে অবশ্যই বিচ্ছিন্ন হয়ে যেতে হবে।
প্রশ্নকারী : মিনার হোসাইন, নারায়ণগঞ্জ।