উত্তর : ছালাতে ওয়াজিব তরক হ’লে ‘সিজদায়ে সহো’ ওয়াজিব হবে এবং সুন্নাত তরক হ’লে ‘সিজদায়ে সহো’ সুন্নাত হবে (শাওকানী, আস-সায়লুল জাররা-র (বৈরূত : দারুল কুতুবিল ইলমিয়াহ, তাবি) ১/২৭৪ পৃ.)। বর্ণিত বিবরণ অনুযায়ী সহো সিজদা না দিলেও চলত। তবে দেওয়াতেও কোন ক্ষতি নেই। এজন্য সবাই নেকী পাবেন। উল্লেখ্য যে, এই দুই (সহো) সিজদা শয়তানের জন্য লাঞ্ছনাকারী গণ্য হয় (মুসলিম হা/৫৭১; মিশকাত হা/১০১৫)।
প্রশ্নকারী : কাযী হারূনুর রশীদ, উপশহর, রাজশাহী।