উত্তর : হুযায়ফা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) একদিন গোত্রের আবর্জনা ফেলার স্থানে আসলেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। অতঃপর পানি আনতে বললেন। আমি তাঁকে পানি এনে দিলে তিনি ওযূ করলেন (বুখারী হা/২২৪; মিশকাত হা/৩৬৪)। অতএব বসার পরিবেশ না থাকলে বা জায়গা নোংরা হ’লে বাধ্যগত কারণে দাঁড়িয়ে পেশাব করা যায়। তবে সতর্ক থাকতে হবে যেন পোষাকে বা শরীরে ছিটা না লাগে।
পানি না পেলে টিস্যূ ব্যবহার করা জায়েয। আর পেশাব আটকে আছে মনে হ’লে তাতে ছালাতের ক্ষতি হয় না, যতক্ষণ না তা বের হয় বা কাপড়ে গড়িয়ে পড়ে (ইবনু কুদামা, মুগনী ১/১০৮; বাহুতী, কাশশাফুল ক্বেনা‘ ১/৬৬)। এজন্য গুপ্তাঙ্গ ধরে ৪০ কদম হাঁটা সুন্নাত বিরোধী এবং চরম বেহায়াপনার কাজ।
প্রশ্নকারী : নাছিরুদ্দীন, রমনা, ঢাকা।