উত্তরঃ নির্দিষ্ট দো‘আর প্রমাণ পাওয়া যায় না। তবে নিম্নের দো‘আ পড়া যায়
اَللَّهُمَّ اغْفِرْلَهُ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقَبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْلَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ وَنَوِّرْلَهُ فِيْهِ،
‘হে আল্লাহ! আপনি তাকে মাফ করে দিন। হেদায়াত প্রাপ্তদের মাঝে তাকে উচ্চ মর্যাদা দান করুন এবং তার পিছনে যারা রয়ে গেল তাদের মধ্যে আপনি প্রতিনিধি হেŠন। হে জগৎ সমূহের প্রতিপালক! আপনি আমাদেরকে এবং তাকে ক্ষমা করুন। তার কবর প্রশস্ত করে দিন এবং তার জন্য কবরকে আলোকিত করুন’ (মুসলিম, মিশকাত হা/১৬১৯)। এছাড়া নিম্নোক্ত দো‘আটিও পড়া যায়-
اللهمَّ غْفِرْلَهُ وَارْحَمْهُ إِنَّكَ اَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ-
অর্থঃ হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন এবং তার প্রতি রহম করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান’ (আবুদাঊদ হা/৩২০২)।