উত্তরঃ পাপের প্রতি অনুতপ্ত হয়ে পাপ না করার দৃঢ় সংকল্প করে আল্লাহর নিকট ক্ষমা চাইলে ক্ষমা হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৩৩৩)। ক্ষমা চাওয়ার পদ্ধতি হ’ল, রাতে বা যেকোন সময়ে সুন্দর ভাবে ওযূ করে দুই রাক‘আত ছালাত আদায় করে ক্ষমা চাইলে তার পাপ ক্ষমা হবে (তিরমিযী, ইবনে মাজাহ, মিশকাত হা/১৩২৪)। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য নিম্নের দো‘আটি পড়া যায়,
رَبِّ أَعُوْدُبِكَ مِنْ هَمَزَاتِ الشََيَاطِيْنِ وَأَعُوْذُبِكَ رَبَّ أنْ يَحْضُرُوْنَ.
‘হে আমার প্রতিপালক! আমি আপনার নিকট শয়তানের কুমন্ত্রণা হ’তে আশ্রয় চাচ্ছি। হে আমার প্রতিপালক! শয়তান আমার নিকট উপস্থিত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি’ (মুমিনূন ৯৭-৯৮)।