উত্তর : لَمَمَ শব্দটি কোন জিনিসের সামান্য পরিমাণ কিংবা সামান্য প্রভাব অথবা স্বল্প সময় থাকা বুঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন اَلَمَّ بِالْمَكَانِ ‘সে অমুক স্থানে সামান্য সময় অবস্থান করেছে’ اَلَمَّ بِالطَّعَامِ ‘সে সামান্য পরিমাণ খাবার খেয়েছে’। কুরআনে শব্দটি বান্দার কিছু ত্রুটি-বিচ্যুতি বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেন, ‘যারা বড় বড় গুনাহ আর সুস্পষ্ট অশ্লীল ও জঘন্য কাজকর্ম হ’তে বিরত থাকে- তবে কিছু ত্রুটি-বিচ্যুতি তাদের দ্বারা ঘটে যায়, (তাদের জন্য) তোমাদের প্রতিপালকের ক্ষমা ব্যাপক ও বিশাল তাতে সন্দেহ নেই’ (নাজম ৩২)।