উত্তর : দাড়ি
রাখা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, তোমরা
মুশরিকদের বিরোধিতা কর এবং দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও। আর গোঁফ ছোট কর (বুখারী হা/৫৮৯২; মুসলিম হা২৫৯; মিশকাত হা/৪৪২১)। আর দাড়ি কাটা বা ছাঁটার পক্ষে কোন দলীল নেই; বরং এটি রাসূল (ছাঃ)-এর আদর্শের পরিপন্থী।
এক্ষণে ঊর্ধ্বতন অফিসারদের সাথে বিষয়টি আলোচনা করতে হবে এবং তাদেরকে বোঝানোর সাধ্যমত চেষ্টা করতে হবে। কোনভাবেই সম্ভব না হ’লে যতটুকু সুযোগ রয়েছে ততটুকু রেখেই ইসলামের বিধান পালন করবে (ইবনু হাজার, ফাৎহুল বারী হা/৫৮৯২-৯৩-এর আলোচনা, ১০/৩৪৯-৫১; ইবনু আব্দিল বার্র, আল-ইস্তিযকার ৪/৩১৭)।
প্রশ্নকারী : নিয়ায মোর্শেদ, দস্তনাবাদ, নাটোর।