উত্তর :
এ মর্মে হাদীছে বিশেষ কোন দো‘আ বর্ণিত হয়নি। তবে এজন্য আল্লাহর কাছে
সাহায্য চেয়ে দো‘আ কবুলের শ্রেষ্ঠ সময়গুলিতে যেমন রাতের শেষাংশ, সিজদার সময়
বা আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ে বিভিন্ন দো‘আ পাঠ করা যায়। যেমন
কুরআনে বর্ণিত দো‘আ ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ‘হে আমাদের
প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের জন্য
চক্ষুশীতলকারী হবে’ (ফুরকান ৭৪; কাশ্শাফ, রাযী, শাওকানী)। اللهم
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ‘হে আমাদের
প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে ও আখেরাতে মঙ্গল দান করুন এবং জাহান্নামের
শাস্তি থেকে রক্ষা করুন’ (আবু দাউদ ১৫১৯) ইত্যাদি।