উত্তর : মৃত ও অক্ষম জীবিত ব্যক্তির পক্ষ থেকে ওমরাহ আদায় করা যাবে (ছহীহ নাসাঈ হা/২৬৩৭; মিশকাত হা/২৫২৮; আবুদাঊদ, মিশকাত হা/২৫২৯)।
তবে যিনি পূর্বে ওমরাহ করছেন তিনিই কেবল বদলী ওমরাহ করতে পারবেন।
উল্লেখ্য, শারীরিক এবং আর্থিক উভয় দিক দিয়ে সক্ষম ব্যক্তির পক্ষ থেকে ওমরাহ
করা যাবে না।