স্বদেশ

আন্তর্জাতিক তাফসীরুল কুরআন প্রতিযোগিতায় হাফেয সাইফুল ইসলাম প্রথম

এ বছর ২৯ আগষ্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক তাফসীরুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্র হাফেয সাইফুল ইসলাম বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। প্রথম পুরস্কার বিজয়ী হিসাবে হাফেয সাইফুল জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ্র পক্ষে ধর্মমন্ত্রী ড. আব্দুস সালাম আল-ইবাদীর হাত থেকে নগদ ৫ লক্ষ টাকার সমমানের দীনার, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। তিনি ঢাকার মহাখালীস্থ জামে‘আ ইসলামিয়া ইবরাহীমিয়া মাদরাসা থেকে হিফযুল কুরআন সম্পন্ন করেন এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াস্থ জামে‘আ দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় অধ্যয়নরত। উল্লেখ্য, হাফেয সাইফুল ইসলাম ইতিপূর্বে ২০০৪ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে নগদ ৪০ লক্ষ টাকার সমমূল্যের দিরহাম, ২০০৪ সালে সঊদী আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করে নগদ ৭ লক্ষ টাকা সমমানের সঊদী রিয়াল, ২০০৫ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নগদ ৩ লক্ষ টাকা সমমূল্যের দীনার এবং ২০০৯ সালে ইরানে অনুষ্ঠিত হিফয প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করে ১৫ ভরি স্বর্ণ লাভ করেন।
ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মোখলেসুর রহমান বলেছেন, সমাজের এমন কোন জায়গা নেই যেখানে মাদক নেই। পুলিশ ফেনসিডিল পান করছে। কতিপয় ডাক্তার অপারেশনে যাওয়ার আগে ফেনসিডিল পান করে যান। ছেলেমেয়ে, আত্মীয়-স্বজনের কেউ না কেউ গাঁজা-ফেনসিডিলের মতো মাদকে আসক্ত। মাদক এখন মহামারী আকার ধারণ করেছে। বলতে দ্বিধা নেই, মাদকদ্রব্যের বেশকিছু কুটির শিল্প আছে দেশের বিভিন্ন জায়গায়। গত ১৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদোত্তর অপরাধ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পর্ণোগ্রাফির অবস্থা এতই খারাপ যে, লাখ লাখ পর্ণো সিডি এখন হাটবাজারে মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে।
নির্বাচন কমিশন যৌনকর্ম ও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পরিচয়পত্রের জন্য যে তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে সেখানে যৌনকর্মী ও ভিক্ষুকদের পেশা হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না। ইতিপূর্বে ঐ তথ্য ভান্ডারের জন্য প্রাথমিকভাবে যে ৩০টি পেশা বাছাই করা হয়েছিল তার মধ্যে যৌনকর্ম ও ভিক্ষাবৃত্তি অন্তর্ভুক্ত ছিল।
দেশে এখনও শতকরা ২৫ ভাগ মানুষ হতদরিদ্র। সার্বজনীন প্রাথমিক শিক্ষায় ভর্তির হার বাড়লেও ৫ম শ্রেণী থেকে শতকরা ৩৫ ভাগ ঝরে যায়। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) এবং বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা’ শীর্ষক জাতীয় সেমিনারে বিশেষজ্ঞরা এসব তথ্য তুলে ধরেন। সেমিনারে জানানো হয়, দেশে শতকরা ৫ ভাগ লোক ৩৭.৬৪ ভাগ সম্পদের মালিক আর সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনগোষ্ঠী মাত্র ৯.৩৬ ভাগ সম্পদের মালিক।
আইন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বর্তমানে দেশে বিচারাধীন মোট মামলার সংখ্যা ১১ লাখ ২৫ হাযার ৯০৪টি। পাঁচ বছর আগে এই সংখ্যা ছিল ছয় লাখ ৪৫ হাযার ৪৮৫টি। পুরোনো মামলা সময়মতো নিষ্পত্তি না হওয়ার সঙ্গে ব্যাপক হারে নতুন মামলা হওয়ায় মামলাজট বাড়ছে। সর্বশেষ চলতি বছরের জানুয়ারী পর্যন্ত হিসাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঁচ হাযার ২৬০টি এবং হাইকোর্টে তিন লাখ ২৫ হাযার ৫৭১টি মামলা বিচারাধীন। আর দেশের ৬৪টি যেলায় বিচারাধীন দেওয়ানী ও ফৌজদারী মামলার সংখ্যা সাত লাখ ৯৫ হাযার ৭৩টি। এর মধ্যে সবচেয়ে বেশী অনিষ্পন্ন দেওয়ানী মামলার সংখ্যা হ’ল খুলনায় ৬৫ হাযার ৭৯২। চট্টগ্রামে এর সংখ্যা ৫৯ হাযার ৪৬৫। দেওয়ানী মামলার হিসাবে তৃতীয় অবস্থান ঢাকার। রাজধানীতে অনিষ্পন্ন দেওয়ানী মামলা ৩৯ হাযার ২৩৯টি।  আর সবচেয়ে বেশী অনিষ্পন্ন ফৌজদারী মামলা নারায়ণগঞ্জে। সেখানে অনিষ্পন্ন ফৌজদারী মামলার সংখ্যা আট হাযার ৪৩৫টি।
জার্মানির লোয়ার সাক্সনি রাজ্যের স্কুলে ইসলাম ধর্ম পড়ানো হবে। জার্মানীতে এই প্রথম কোন রাজ্যে সরকার এই সিদ্ধান্ত নিল। এই রাজ্যে মুসলিম ছাত্র-ছাত্রী যেসব স্কুলে অধিক পরিমাণে রয়েছে, সেসব স্কুলে ইসলাম ধর্ম সরকারী নির্দেশে পড়ানো শুরু হবে ২০১২ সাল থেকে। অন্য কিছু রাজ্যেও এ ধরনের প্রাথমিক পরিকল্পনা নেয়া হয়েছে এবং কয়েকটি রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা।
যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে ১৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। এই হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রটিতে দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ। এক বছর আগেও এ হার ছিল ১৩ দশমিক ২ শতাংশ। সে হিসাব অনুযায়ী গত বছর দেশটিতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৪ কোটি। যুক্তরাষ্ট্রের শুমারী ব্যুরো জানিয়েছে, গত বছর প্রতি সাতজনে একজন মার্কিনী দারিদ্রে্যর মধ্যে বসবাস করেছে।
ফ্রান্সের সিনেটে গত ১৫ সেপ্টেম্বর নারীদের জনসাধারণের চলাচলের স্থানে বোরক্বা পরা নিষিদ্ধ করার বিল অনুমোদিত হয়েছে। বিতর্কিত এই বিলটির পক্ষে ২৪৬ ও বিপক্ষে মাত্র একটি ভোট পড়ে। বিলটির প্রতিবাদে বিরোধীদলীয় বেশীর ভাগ আইন প্রণেতা ভোট দানে বিরত থাকেন। এখন এই বিলটি আইনে পরিণত করতে অবশ্যই নযরদারী সংস্থা সাংবিধানিক পরিষদের অনুমোদন লাগবে। এর আগে গত জুলাইয়ে বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক ভোটে অনুমোদিত হয়। উল্লেখ্য, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী মুসলমান রয়েছে ফ্রান্সে। তাদের সংখ্যা প্রায় ৫০ লাখ। এর মধ্যে প্রায় দুই হাযার নারী পর্দা জাতীয় পোশাক ব্যবহার করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘ইরাকে আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। তাই সেখানে লড়াই বন্ধের  পেছনে কেবল ইরাকের নয়, যুক্তরাষ্ট্রের বড় স্বার্থ আছে’। ইরাকে মার্কিন বাহিনীর লড়াইয়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা উপলক্ষে গত ৩১ আগষ্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ মন্তব্য করেন ওবামা। নির্বাচনী প্রচারের সময় ২০১০ সালের ৩১ আগষ্টের মধ্যে ইরাকে লড়াই শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। প্রতিশ্রুতি অনুসারে গত ১৮ আগষ্ট মার্কিন বাহিনীর সর্বশেষ যুদ্ধসেনারা ইরাক ছাড়ে।
এর ফলে ইরাকে মার্কিন সেনাদের সাড়ে সাত বছরব্যাপী লড়াইয়ের আনুষ্ঠানিক অবসান ঘটল। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৪৯ হাযার ৭০০ মার্কিন সেনা মোতায়েন থাকলেও তারা কোন লড়াইয়ে অংশ নেবে না। কেবল ইরাকী বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। ১৬ মাসের জন্য পরিকল্পিত এ নতুন মিশনের নাম ‘অপারেশন নিউ ডন’।
পবিত্র ঈদুল ফিতরের দিন ৯/১১ এর নবম বর্ষপূর্তিতে ‘গ্রাউন্ড জিরোজ দু’ব্লক উত্তরে পার্ক ৫১ এলাকায় ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদ ও ইসলামিক কম্যুনিটি সেন্টারের বিরোধিতা করার জন্য ফ্লোরিডার ডোভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টার চার্চের পাদ্রী টেরি জোন্স পবিত্র কুরআন মাজীদ পোড়ানোর ঘোষণা দিলেও বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদের মুখে সে ন্যক্কারজনক অপতৎপরতা থেকে বিরত থাকে। তবে ঐ একই দিন শ্বেতাঙ্গ অপর এক আমেরিকান কুরআনের কয়েকটি পাতা ছিঁড়ে তাতে অগ্নিসংযোগ করেছে।

দেশে মাদক মহামারী আকারে ছড়িয়ে পড়েছে

যৌনকর্ম ও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি দেবে না ইসি

দেশের ২৫ ভাগ মানুষ এখনও হতদরিদ্র

দেশে বিচারাধীন মামলার সংখ্যা ১১ লাখ

১১ বছরে বিএসএফ কর্তৃক এক হাযার বাংলাদেশী নিহত

সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা, অপহরণ ও পুশইনের মতো অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন কিছুতেই থামছে না। বিগত ১১ বছরেরও কম সময়ে ১ হাযারের বেশী বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে বিএসএফ। তাদের হাতে গত এক মাসে শুধু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ বাংলাদেশী খুন হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। মানবাধিকার সংস্থা অধিকারের রেকর্ড অনুযায়ী ২০০০ সালের ১ জানুয়ারী থেকে গত ৩১ আগষ্ট (২০১০) পর্যন্ত ৯৯৮ বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে বিএসএফ। একই সময়ে বিএসএফের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন ৯২৩ জন, অপহরণের শিকার হয়েছেন ৯৩৩ জন, নিখোঁজ হয়েছেন ১৮৬ জন ও পুশইনের শিকার হয়েছেন ২৩৫ জনের বেশী। ধর্ষণের শিকার হয়েছেন ১৫ নারী। পরিসংখ্যান বলছে, চলতি বছর বিএসএফের হাতে নিহত হয়েছেন ৪৯ জন। এর আগে বিএসএফের হত্যার শিকার হয়েছেন ২০০৯ সালে ৯৬, ২০০৮ সালে ৬২, ২০০৭ সালে ১২০, ২০০৬ সালে ১৪৬, ২০০৫ সালে ১০৪, ২০০৩ সালে ৪৩, ২০০২ সালে ১০৫, ২০০১ সালে ৯৪ এবং ২০০০ সালে ৩৯ বাংলাদেশী নাগরিক।

 

বিদেশ

জার্মানির স্কুলে ইসলাম ধর্ম পড়ানো হবে

যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনে একজন গরীব

ফ্রান্সের সিনেটে বোরক্বা নিষিদ্ধ বিল পাস

ইরাকে মার্কিন অভিযান শেষ; উদ্বাস্ত্ত ২০ লাখ ইরাকী

ক্ষয়-ক্ষতি : এ দীর্ঘ সময়ে ইরাকে ৪,৪২৭ জন মার্কিন সৈন্য নিহত ও অন্তত ৩২ হাযার আহত হয়েছে। এ যাবৎ নিহত ইরাকীর সংখ্যা সাত লাখ ৪০ হাযার। ২০ লাখ ইরাকী উদ্বাস্ত্ত হয়েছে। যুদ্ধের কারণে ইরাকের মধ্যেই বাসস্থান পরিবর্তন করেছে আরো অন্তত ১৬ লাখ মানুষ। ইরাক যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ব্যয় হয়েছে ৭৪ হাযার ৮০০ কোটি মার্কিন ডলার। তবে প্রত্যক্ষ-পরোক্ষ মিলিয়ে ব্যয় লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এ হামলার কারণে প্রতি এক হাযার নবজাতকের মধ্যে মারা গেছে ৮০ জন। সেখানে ২০০৪ সালের তুলনায় লিউকেমিয়া বেড়েছে ৩৮ গুণ আর স্তন ক্যান্সার ১০ গুণ।

৯/১১ এর নবম বর্ষপূর্তিতে কুরআনের পাতা পুড়িয়েছে এক খৃষ্টান

যুক্তরাষ্ট্র সঊদী আরবের কাছে ছয় হাযার কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে

যুক্তরাষ্ট্র সঊদী আরবের কাছে ছয় হাযার কোটি ডলারের অস্ত্র বিক্রির চিন্তা-ভাবনা করছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক জঙ্গী বিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি। অস্ত্র বিক্রির এ চুক্তি চূড়ান্ত হ’লে মার্কিন ইতিহাসে এটাই হবে অস্ত্র বিক্রির সবচেয়ে বড় ঘটনা। ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এসব বিক্রি করা হচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় জ্বালানী তেল রফতানীকারক দেশ সঊদী আরবের কাছে ৮৪টি নতুন এফ-১৫ জঙ্গী বিমান, ৭০টি এপাচি, ৭২টি ব্লাকহক ও ৩৬ লিটলবার্ড হেলিকপ্টার প্রভৃতি উল্লেখযোগ্য অস্ত্র বিক্রি করবে। এছাড়া রাডার ফাঁকি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র, লেজার-নিয়ন্ত্রিত জেডিএএম বোমা এবং আরও কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও রয়েছে।






গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ
বায়ুদূষণে বুদ্ধিমত্তা হ্রাস পায়
মধ্য আফ্রিকায় চলছে মুসলিম উচ্ছেদ
ব্রিটেনে এক-তৃতীয়াংশ স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা : নিহত ৩১০
বিচারকগণ যখন দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না
অবশেষে মসজিদ নির্মিত হ’ল ইউরোপের মসজিদবিহীন শহর এথেন্সে
সকল মহিলার প্রতি হিজাব পরার জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্টের আহবান
ধানের নাম ‘ফাতেমা’, ফলন বিঘায় ৫০ মণ!
দেশে আক্রান্তদের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট
প্রাথমিক থেকে দ্বাদশের শিক্ষাক্রম বদলে যাচ্ছে
আরও
আরও
.