উত্তর : চোখে দেখা বা কানে শোনার মাধ্যমে যদি ইমামের ইক্বতিদা করা সম্ভব হয়, তবে কাছাকাছি হ’লে তাঁর ইক্বতিদা করা জায়েয। যদিও সেটা মসজিদের বাইরে হয় কিংবা উভয়ের মধ্যে কোন দেওয়াল, রাস্তা বা অনুরূপ কোন প্রতিবন্ধক থাকে (আবুদাঊদ হা/১১২৬; মিশকাত হা/১১১৪)। শায়েখ ওছায়মীন বলেন, যদি মসজিদ থেকে তাদের ঘরে ইমামের আওয়ায শোনা সম্ভব হয়, তাহ’লে ইমামের সাথে জামা‘আত করা জায়েয। কারণ স্থান একই এবং ইকতেদা করা সম্ভব (মাজমূ‘ ফাতাওয়া নং ১০৫৯)। তবে রেডিও- টেলিভিশনের অনুসরণে এরূপ জামা‘আত জায়েয নয়। কারণ সেখানে স্থানিক ঐক্য থাকে না (ঐ, নং ১০৬১)।
প্রশ্নকারী : মনোয়ারা বেগম, নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।