উত্তর :
পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় প্রায় ২০৭৭ বার আল্লাহর নাম উল্লেখিত হয়েছে।
তন্মধ্যে সূরা ফাতিহায় ২, বাক্বারায় ২৭৯, আলে ইমরানে ২০৪, নিসায় ২২৫,
মায়েদায় ১৪৫, আন‘আমে ৮৪, আ‘রাফে ৫৯, আনফালে ৮৮, তওবায় ১৬৭, ইউনুসে ৬০, হূদে
৩৭, ইউসুফে ৪০, রা‘দে ৩২, ইবরাহীমে ৩৬, হিজরে ২, নাহলে ৮৪, ইসরায় ১০,
ত্ব-হায় ৬, কাহফে ১৬, মারিয়ামে ৮, আম্বিয়ায় ৫, হজ্জে ৭৪, মুমিনূনে ১৩,
ফুরক্বানে ৮, নূরে ৭৯, শু‘আরায় ১২, নামলে ২৭, ক্বাছাছে ২৭, আনক্বাবূতে
৪১, সাজদায় ১, রূমে ২৪, লোক্বমানে ৩২, ইয়াসীনে ৩, আহযাবে ৯০, সাবায় ৮,
ফাত্বিরে ৩৫, ছাফফাতে ১৪, যুমারে ৫৯, যুখরুফে ৩, গাফিরে ৫২, ফুছছিলাতে ১১,
জাছিয়াতে ১৬, শূরাতে ৩১, তূরে ৩, নাজমে ৪, মুহাম্মাদে ২৬ ক্বাফে ১,
হুজুরাতে ২৭, ফাতাহে ৩৬ যারিয়াতে ৩, আহকাফে ১৬ , দুখানে ৩, ছোয়াদে ২,
হাদীদে ৩১, হাশরে ২৮, ছফে ১৭, জুম‘আতে ১২, তাগাবুনে ২০, ত্বালাকে ২৫,
মুজাদালাতে ৪০, মুমতাহানাতে ২১, মুনাফিকূনে ১২, তাহরীম ১৩, মুলকে ৩,
মা‘আরিজে ১, মুদ্দাছছিরে ৩, মুযযাম্মিলে ৭, হাক্বাতে ১, নূহে ৭, জিনে ১০,
ইনসানে ৫, নাযিয়াতে ১, তাকবীরে ১, ইনশিক্বাকে ১, বুরূজে ৩, আলাতে ১,
গাশিয়াতে ১, শামসে ২, তীনে ১, আলাক্বে ১, বাইয়েনাতে ৩, হুমাযাতে ১, নাছরে
২, ইখলাছে ২ বার উল্লেখিত হয়েছে (আল-মু‘জামুল মুফাহরাস লি আলফা-যিল কুরআন)।