উত্তর : আত্মহত্যাকারীর জানাযা পড়া যাবে। তবে মসজিদের ইমাম বা কোন বুযর্গ আলেম তার জানাযায় শরীক হবেন না। অন্যেরা ছালাত পড়াবেন। কারণ আত্মহত্যাকারীর জানাযা রাসূল (ছাঃ) পড়েননি (মুসলিম হা/৯৭৮; নাসাঈ হা/১৯৬৪)। আর এটি ছিল তাঁর পক্ষ হ’তে অন্যকে আদব শিখানোর জন্য’ (ইবনু মাজাহ হা/১৫২৬)। সন্তানের জানাযা না হওয়ার ব্যাপারে নিশ্চিত হ’লে পিতা তার জানাযা আদায় করতে পারে। যেমনভাবে অমুসলিম দেশে কোন ব্যক্তি মারা গেলে এবং তার জানাযা না হ’লে ঐ ব্যক্তির গায়েবানা জানাযা আদায় করা যায় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৬৫২)। আর কবরস্থ হয়ে গেলে কবরের উপরেই জানাযার ছালাত পড়া যাবে (মুসলিম হা/৯৫৪; নাসাঈ হা/২০২৫)।