উত্তর :
উক্ত কাজ সঠিক হয়নি। কেননা কন্যার সংখ্যা যত বেশীই হৌক না কেন, তারা দুই
তৃতীয়াংশের বেশী পাবে না। আর স্ত্রী পাবেন দু’আনা। বাকী অংশ আছাবাহ সূত্রে
অন্যেরা পাবেন। দ্বিতীয়তঃ মৃত্যুর পূর্বে সম্পত্তি বণ্টন করা বৈধ নয়। কারণ
ওয়ারিছরা মালিকের মৃত্যুর পূর্বে সম্পদের হকদার হয় না (নিসা ১২)। তাছাড়া পিতার আগে সন্তান মারা গেলে বন্টনের নিয়ম পাল্টে যাবে। আর মৃত্যু কার আগে আসবে সেটা কেউ জানে না (লোকমান ৩৪)।
সুতরাং মৃত্যুর পর শরী‘আতের বিধান অনুযায়ী যার যতটুকু পাওনা, সে অনুযায়ী
প্রত্যেক ওয়ারিছ নিজ নিজ হক বুঝে নিবে। আল্লাহর বন্টনে বিরোধিতা করলে তার
পরিণাম চিরস্থায়ী জাহান্নাম (নিসা ১৪)।