উত্তর : আইয়ামে বীযের ছিয়াম, মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখতে হবে (ছহীহ আত-তারগীব হা/১০৩৮)।
কিন্তু উক্ত তারিখে রাখা সম্ভব না হলে মাসের যেকোন তারিখে রাখবে। আয়েশা
(রাঃ) বলেন, রাসূল (ছাঃ) মাসের যে কোন দিনে তিনটি ছিয়াম রাখতেন (মুসলিম হা/২৮০১; মিশকাত হা/২০৪৬)।
যিলহজ্জ মাসের ১৩ তারিখ যেহেতু আইয়ামে তাশরীক্বের অন্তর্ভুক্ত, তাই সেদিন
ছিয়াম রাখা যাবে না। রাসূল (ছাঃ) এরশাদ করেন, আইয়ামে তাশরীক্ব হ’ল খানাপিনা
ও আল্লাহর যিকরের দিন’ (মুসলিম হা/২৭৩৩; মিশকাত হা/২০৫০)। অতএব উক্ত ছিয়াম ১৪, ১৫, ১৬ তারিখে অথবা যে কোন দিনে রাখতে পারে (ইবনু ওছায়মীন, শারহ রিয়াযুছ ছালেহীন ১/১৪৫৩)।