উত্তর : আল্লাহ বলেন, যে ব্যক্তি মন্দ কাজে সুফারিশ করবে, সে ব্যক্তি তার অংশ পাবে (নিসা ৪/৮৫)।
অতএব এখানে হকদারকে বঞ্চিত করার জন্য সুফারিশকারী এবং ঘুষ গ্রহণকারী উভয়েই
পাপ করেছে। অতএব তারা উভয়েই গুনাহ্গার এবং যুলুমকারী হিসাবে গণ্য হবে। যে
স্থানের জন্য যে যোগ্য নয় তাকে সে স্থান প্রদান করাই হচ্ছে যুলুম। অন্যায়
কাজে সুফারিশকারীর উপর দায়ভার অবশ্যই বর্তাবে। তবে ঘুষ গ্রহণকারী বেশী
অপরাধী হবে (আবুদাঊদ হা/৩৫৮০)।