উত্তর : যদি প্রতিষ্ঠানের
গঠনতন্ত্রে বিভিন্ন মেয়াদে পৃথক পৃথক শিক্ষক থাকার বিষয়টি আবশ্যিক থাকে,
তবে প্রতিষ্ঠান প্রধান দায়ী হবেন। আর তা না থাকলে কমিটির পরামর্শে প্রধান
শিক্ষক যাকে যোগ্য মনে করবেন তার নাম প্রস্তাব করতে পারেন। এতে একই শিক্ষক
একাধিকবার আসতে পারেন। আর যদি প্রতিষ্ঠান প্রধানের এতে কোন প্রতারণা বা
কারসাজি থাকে এবং তিনি যোগ্যতার মূল্যায়ন না করেন, তাহলে অবশ্যই তাঁকে
জবাবদিহি করতে হবে (বুখারী হা/২৪৪৯; মিশকাত হা/৫১২৬)। কেননা রাসূল (ছাঃ) হকদারকে তার হক দিতে বলেছেন (বুখারী হা/১৯৬৮)।