উত্তর : উক্ত স্ত্রীকে শোক পালনের জন্য শরী‘আত নির্ধারিত সময় ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে (বাক্বারাহ ২৩৪)। তা সহবাসের পূর্বে বা পরে হউক তাতে কোন পার্থক্য নেই (বুখারী ৮০৩ পৃঃ)।
উক্ত স্ত্রী তার মোহর পাবে এবং স্বামীর সম্পদের ওয়ারিছ হবে। কারণ
স্বামী-স্ত্রীর কোন একজন মারা গেলে বিবাহের সম্পর্ক ছিন্ন হয়না যতক্ষণ না
সেই স্ত্রী ইদ্দত পালনের পর অন্যত্র বিবাহিতা হয় (মাজমু‘আ ফাতাওয়া, শেখ ছালেহ আল-ফাওযান ২/৬২৮)। তবে সহবাসের পূর্বে স্বামী তালাক দিলে সেই স্ত্রীর জন্য কোন ইদ্দত নেই (আহযাব ৪৯)।