উত্তর : প্রশ্নে বর্ণিত অবস্থায় কেবল ‘খোলা’ হয়েছে। আর ‘খোলা’-র ইদ্দত হ’ল এক ঋতু (নাসাঈ হা/৩৪৯৭)।
এক্ষণে উক্ত নারীর সাথে সংসার করতে চাইলে একমাস ইদ্দত পালন শেষে নতুন
বিবাহের মাধ্যমে সংসার করবে। ‘খোলা’ অর্থ মালের বিনিময়ে স্বামীর নিকট থেকে
স্ত্রীর পৃথক হওয়া (বাক্বারাহ ২/২২৯-এর শেষাংশ)। এ সময় স্বামী
কেবল তখনই মালের বিনিময় পাবে, যখন সে স্ত্রীর মোহরানা সম্পূর্ণ পরিশোধ করে
রাখবে। নচেৎ স্ত্রীর নিকট থেকে বিনিময়ের দাবী করা যাবে না (দ্র. ‘তালাক ও তাহলীল’ বই ২৩ পৃ.)।
সুতরাং এক্ষেত্রে করণীয় হ’ল, খোলাকারিনী পুনরায় বিবাহে রাযী হ’লে মোহর নির্ধারণপূর্বক নতুনভাবে বিবাহ করতে হবে (বাক্বারাহ ২/২৩২)। যেখানে অলী ও দু’জন ন্যায়নিষ্ঠ সাক্ষী থাকবেন (ছহীহুল জামে‘ হা/৭৫৫৭)।