উত্তর : এভাবে ক্রয়-বিক্রয় বৈধ। ইসলামী শরী‘আতের ভাষায় এ ধরনের ক্রয়-বিক্রয়কে বাইয়ে সালাম বা বাইয়ে সালাফ বলা হয় (আবুদাউদ হা/৩৪৬৪, তিরমিযী হা/১৩১১)।
যার পদ্ধতি হ’ল, পণ্যের অনুপস্থিতিতে মূল্য গ্রহণ করে পরবর্তীতে নির্দিষ্ট
সময়ে কোন প্রকার অস্পষ্টতা ছাড়া চুক্তিভিত্তিক সুনির্দিষ্ট ধরণ ও প্রকারের
পণ্য সরবরাহ করা।